সাতকানিয়ার বিএনপি নেতা মুজিব কারাগারে

নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিবকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুনসী আবদুল মজিদের আদালত এ নির্দেশ দেয়।

মুজিবুর রহমান মুজিব সাতকানিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি আগামী সংসদ নির্বাচনে সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

চট্টগ্রাম জেলা পিপি একেএম সিরাজুল ইসলাম বলেন, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব। আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

এদিকে বিএনপি নেতা মুজিবকে কারাগারে পাঠানোর আদেশের পর আদালত এলাকায় বিক্ষোভ মিছিল করে দলটির নেতা-কর্মীরা। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।