সাতকানিয়ার বাজালিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন

২০ অক্টোবর সকালে সাতকানিয়ার বাজালিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করা হয়।কেন্দ্রীয় শহীদ মিনারটির উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা  নজরুল ইসলাম চৌধুরী এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  বাজালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাহউদ্দীন শাহরিয়ার চৌধুরী, কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুছ, বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ চৌধুরী, কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন দাশ সুজন, ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। বাজালিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনছুরুল ইসলাম মনছুরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুচ ছাত্তার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, উত্তর সাতকানিয়া যুবলীগের সভাপতি আ স ম ইদ্রিচ, কেঁওচিয়া যুবলীগের সভাপতি মো. এরশাদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন।