সাতকানিয়ার নলুয়ায় সড়ক নির্মাণে জমি বিরোধের সমাধান

সাতকানিয়ার নলুয়ায় জমি দখল করে সড়ক নির্মাণের অভিযোগের সমাধান লক্ষে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেনের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় এবং বৈঠকের সাধ্যমে সৃষ্ট বিরোধের সমাধান করা হয়েছে। এ বৈঠকে সাত ফুট প্রস্থের পরিবর্তে চার ফুট করেই সড়কটি নির্মাণ করার সিদ্ধান্ত হয়। বিরোধটি সুন্দরভাবে নিরসন হওয়াতে ইউএনওকে অভিনন্দন জানানো হয়েছে।
স্থানীয় মৃত মাওলানা আব্দুর রশিদ চৌধুরীর পুত্র আব্দুল মান্নান চৌধুরী নিজের মালিাকানাধীন ফসলি জমি দখল করে সড়ক নির্মাণের অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি সুরাহা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা নলুয়ার চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের তার কার্যালয়ে যাওয়ার আদেশ দিলে তারা উভয়েই যথাসময়ে উপস্থিত হন। এসময় নলুয়ার শহর বিলে নতুন করে সড়ক প্রয়োজন আছে কিনা জানতে চাইলে জমির মালিকরা সড়কের প্রয়োজন নেই বলে উল্লেখ করেন। পরে উভয়ের সমঝোতা মতে নলুয়ার শহর বিলে সাত ফুট প্রস্থের পরিবর্তে চার ফুট প্রস্তের সড়ক নির্মাণের সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। অভিযোগকারী আব্দুল মান্নান চৌধুরী বলেন, আমার জায়গা দখল করে জোরপূর্বক মাটি দিয়ে স্থানীয় নুরুল আলমের পুত্র খোরশেদ আলম ও মুন্সি মিয়ার পুত্র আরিফুল ইসলাম সড়ক নির্মাণের কাজ করছিল। আমি বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করি। অভিযোগের প্রেক্ষিতে ইউএনও অফিসে বৈঠক হয়েছে। বৈঠকে সাত ফুটের পরিবর্তে ৪ ফুট করে সড়ক নির্মাণে একমত হই। বিরোধটি নিস্পত্তি হওয়াতে আমরা ইউএনওকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।