২ অক্টোবর বৃধবার সাতকানিয়ার দক্ষিণ কাঞ্চনা সার্বজনীন শ্রীশ্রী দুর্গা ও শিব মন্দির কমিটির উদ্যোগে দেবাদিদের মহেশ্বরের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুভাষ ভট্টচার্য্যেও সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব তালুকদারের সঞ্চালনায় মন্দির প্রাঙ্গনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিবছরের ন্যায় আগামী ১৫-১৭ ডিসেম্বর ৩ দিন ব্যাপী ধর্মসভা ও ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহাসাড়ম্বেরে উদযাপনের লক্ষে সর্বসম্মতিক্রমে রতন চৌধুরীকে সভাপতি, খোকন দাশকে সাধারণ সম্পাদক, বাবুল দাশকে অর্থসম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট মহোৎসব উদযাপন পরিষদ গঠন করা হয়। সভায় বক্তব্য রাখেন দীলিপ তালুকদার, পলাশ মেম্বার, নিপু দত্ত, শান্ত চক্রবর্তী, সাধন ভট্টাচার্য্য, প্রদীপ পালিত, আশীষ পালিত, রণধীর দাশ, মাখন পালিত, প্রদীপ দাশ, অপু দত্ত, দোলন পালিত, উজ্জল দাশ রনজিত তালুকদার, রাসেল দাশ, জনি চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।