সাতকানিয়া আসনের জামায়াতের সাবেক সাংসদ আ ন ম শামসুল ইসলামকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছে আদালত। বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মো. নোমান এ আদেশ দেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ২০১৬ সালের মে মাসে চকবাজার থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলায় শামসুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর অনুমতি চান তদন্ত কর্মকর্তা। মামলাটির নম্বর ১২(৫)১৬। আদালত উক্ত আবেদন মঞ্জুর করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১১ মে জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে চকবাজার প্যারেড মাঠে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে জামায়াত-শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। উক্ত মামলায় আ ন ম শামসুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছে আদালত। এর আগে গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাঈল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান জামায়াত নেতা আ ন ম শামসুল ইসলাম। তবে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
তথ্যসূত্রে- আজাদী