গত ৫ অক্টোবর সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে তিনটি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এম.পি।
সড়কগুলো হচ্ছে ছদাহা-ছৈয়দাবাদ সড়ক, ছদাহা হাজী দুদু ফকির সড়ক ও বোমাংহাট জিসি-মিঠাদীঘি ভায়া ছদাহা ইউপি সড়ক। উদ্বোধকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, ছদাহা ইউপি চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরী, সাতকানিয়া ইউপি চেয়ারম্যান নেজাম উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য মোহাম্মদ আলী, স্থানীয় সাংসদের সহকারী একান্ত সচিব এস এম সাহেদ, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বেলাল, আব্দুর রহিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মান্নান, ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইদ্রিস প্রমুখ।