সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়ন কমান্ড কর্তৃক আয়োজিত জেলা পরিষদ চট্টগ্রাম কর্তৃক বরাদ্ধকৃত শহীদ বুদ্ধিজীবী রায় সাহেব কামিনী কুমার ঘোষ এর স্মৃতি সৌধ নির্মাণের শুভ উদ্বোধন ও আলোচনা সভা গত ২৮ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টায় শহীদ বুদ্ধিজীবী রায় সাহেব কামিনী কুমার ঘোষের বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান এর সভাপতিত্বে ও বিজয় নন্দী সাগর ও অসীম বিশ্বাস টুটুলের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতকানিয়া উপজেলা ইউনিট কমান্ড এর কমান্ডার মোহাম্মদ আবু তাহের এলএমজি, মুখ্য আলোচক অধ্যাপক হারাধন নাগ, এ সময় আরো বক্তব্য রাখেন আলকা ঘোষ মুন্নি। এ সময় মুক্তিযোদ্ধাদের মধ্যে সহ কমান্ডার ক্রীড়া ও সাংস্কৃতিক নুরুল ইসলাম, সহ কমান্ডার দপ্তর ও পাঠাগার হুমায়ন কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।