সাতকানিয়া সংবাদদাতা : সাতকানিয়া পৌরসভার আয়োজনে ৫ম শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার সমাপনী ১২ জুলাইসা তকানিয়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পুরষ্কারপ্রাপ্ত দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল আলম।
সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, বিশিষ্ট শিশুসাহিত্যিক আফম মোদাচ্ছের আলী, কোর্স সমন্বয়ক মুজাহিদুল ইসলাম।অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়।