পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।
আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়।
মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।
মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়–
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়।
হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়–
আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়॥…..
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথা, গান ও সুরেই যেন মেতে উঠল সাতকানিয়ার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান গাটিয়াডেঙ্গা আলহাজ্ব সফিয়া মমতাজুল হক উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। এবারের ঈদুল আজহার ছুটিতে সবাই একত্রিত হয়ে ফিরে পেল যেন তাদের সেই সোনালী অতীত। মুক্ত আকাশ, মেঠো পথ আর স্কুল ক্যাম্পাসের সবুজ ঘাসের প্রাঙ্গণ তাদের দিল যেন আবার সেই কৈশোরের সজীবতা। স্মৃতির সেই বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সফলভাবে সম্পন্ন হয় ঈদ পুনর্মিলন অনুষ্ঠান।যেখানে তারা স্কুলের গন্ডি পেরিয়েছে চার বছর আগে।
তাদের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফেরদৌস বিএসসি, ব্যবসায় শিক্ষা বিভাগের সিনিয়র শিক্ষক লিয়াকত আলী, ইংরেজি শিক্ষক আমানুল্লাহ সোহেল, ধর্মীয় শিক্ষক মাওলানা হাসান সহ আরো অনেকেই।
উপস্থিত শিক্ষকগণ তাদের প্রাক্তন এই ছাত্রদের সৃজনশীল কর্মকাণ্ডের ভুয়সী প্রসংশা করেন। ফেরদৌস বিএসসি স্যার বলেন, ” আমাদের এই ব্যাচটি পাঠ্যসূচীর বাইরেও সবরকম সৃষ্টিশীল কর্মকান্ডে অংশগ্রহণ করত। তারা শিক্ষা সফর, খেলাধূলা, বৃক্ষরোপণের মতো মননশীল কাজগুলোতে বেশ মনোযোগী ছিলো “।
এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে রাকিবুল হাসান জুবাইর জানান, ” আমরা স্কুলে পড়াকালীন যেমন স্যারদের সাথে যাবতীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলাম, এখনো আছি। এই স্কুল আমাদের দ্বিতীয় বাড়ী, আবেগ ও ভালোবাসার কেন্দ্র। এটি আমাদের এলাকার সম্পদ, বিশিষ্ট শিল্পপতি আবুল বশর আবু ভাই ২০০২ সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করে গাটিয়াডেঙ্গার শিক্ষাখাতে যে অবদান রেখেছেন তার জন্য আমরা সবাই ওনার কাছে ঋণী।”
গাটিয়াডেঙ্গা আলহাজ্ব সফিয়া মমতাজুল হক উচ্চ বিদ্যালয় ২০০২ সালে প্রতিষ্ঠিত হলেও, আজ পর্যন্ত কোন প্রাক্তন ছাত্র পরিষদ গঠিত হয় নি। সকল ব্যাচের পক্ষ হতে এটির জন্য একাধিকবার চেষ্টা করলেও সফলতার মুখ দেখে নি। তবুও প্রতিবছর নিজেদের মতো ঈদ পুনর্মিলন আয়োজন করে যাচ্ছে এসএসসি -২০১৯ ব্যাচ। তারা সকলে অত্র স্কুলের প্রাক্তন ছাত্র পরিষদ গঠনের জন্য ২০০২ সাল হতে ২০২২ সাল পর্যন্ত সকল ব্যাচের সহযোগিতা কামনা করে।
তাদের ব্যাচের সকল শিক্ষার্থীদের মধ্যে সবাই উপস্থিত ছিলেন রাকিবুল হাসান জুবাইর, রবিউল হাসান ইফতেখার,তাওহীদুল ইসলাম,ইরফানুল হক,মোহাম্মদ আরিফ, আব্দুল্লাহ আল মামুন, কায়েস উদ্দীন, শেখ ফরহাদ, তানভীরুল ইসলাম আসিফ, মোহাম্মদ তারেক, আব্দুল্লাহ আল মামুন, হালিম উদ্দীন, মোহাম্মদ সাকিব, নুরুল আনোয়ার, আয়াতুল্লাহ শান্ত, মোহাম্মদ আরিফ, ফরহাদ মেহেদী, ইয়াসীন মেহেদী, আব্দুর রহিম, মোহাম্মদ রাসেল সহ আরো অনেকেই। তাছাড়া তাদের এই অনুষ্ঠানে প্রবাসী বন্ধুরা ও বিদেশ থেকে তাদের আর্থিকভাবে সহযোগিতা করেছেন বলে তারা জানান।