সাতকানিয়া সংবাদদাতা : চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেরানীহাটে অসহনীয় তরি-তরকারির মূল্য নিয়ন্ত্রণে আনতে এবং গরিব-দুঃখী মেহনতি মানুষের কষ্ট দূর করতে, সাতকানিয়া উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে কেরানীহাট কাঁচাবাজারে সরাসরি কৃষকের কাছ থেকে তরি-তরকারি সংগ্রহ করে ক্রয়মূল্যে বিক্রয় কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা আইসিটি অফিসার আনোয়ার হোসাইন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফয়সাল আমির, সিএ মিজানুর রহমান এবং কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদিন।
এছাড়াও সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের সভাপতি ওবাইদ বিন নূর, সহ-সভাপতি ফারহান মাহবুব মিজান, সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন, অর্থ সম্পাদক ফাহাদ বিন হাসেম, সহ-অর্থ সম্পাদক সাইফুল, দপ্তর সম্পাদক মিজান, ধর্ম বিষয়ক সম্পাদক আ. স. ম গিয়াস উদ্দিন, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক ইরফান, ক্রীড়া সম্পাদক ফারুক এবং সদস্য রিয়াদ, ফয়সাল, সানজিদ, রুকন, সামি, সালেহিন ও সাঈদ উপস্থিত ছিলেন।