সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও মেয়রের এলাকার উন্নয়ন কাজ পরিদর্শন

নিউজ ডেস্ক : সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি এলাকার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন। ১৪ জুলাই (শুক্রবার) পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের।


পরিদর্শনকৃত উন্নয়ন কার্যক্রম সমূহ হলো, ছমদর পাড়া হাই স্কুলের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ সম্পন্ন হলে তা উদ্বোধন (৪নং ওয়ার্ড), সতিপাড়ার মেহেরজান বাড়ির স্লেবসহ ড্রেন এবং রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন (৩নং ওয়ার্ড) এবং ছদাহা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তালুকদার পাড়া হাজী জান মিয়া বকসু মসজিদের চলমান নির্মাণ কাজে। উপজেলা চেয়ারম্যান এসময় এই
হাজী জান মিয়া বকসু মসজিদের চলমান নির্মাণ কাজে ব্যক্তিগত তহবিল থেকে ৩লক্ষ টাকা অনুদান প্রদান করেন এবং এই মসজিদে জুমার নামাজ আদায় ও মুসল্লীদের সাথে মতবিনিময় করেন।