সাতকানিয়া সংবাদদাতা : সাতকানিয়ার কেওচিয়া ইউনিয়নের জনার কেওচিয়া ইসলামি সমাজ কল্যাণ পরিষদের এক সাধারণ সভা ১১ অক্টোবর বাদে আসর জনার কেওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উক্ত পরিষদের সম্মানিত সভাপতি দিদারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোজাফফর আহমদ সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত পরিষদের প্রতিষ্টাতা সভাপতি শেখ ফরিদ উদ্দিন আকতার কামাল, প্রফেসর আবদুল গনি, সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, দানবির মাহামুদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন, মৌলানা ইউসুফ ও কেরানিহাট প্রগতিশীল ব্যবসায়িক সমিতির সভাপতি মাষ্টার জয়নাল আবেদিন। উপস্থাপনায় ছিলেন দেলোয়ার হোসেন।
সভায় বক্তারা বলেন- ইসলামি সমাজ কল্যাণ পরিষদের অতিথের ঐতিহ্য ফিরে আনার প্রতি গুরুত্ব আরোপ করেন। সমাজের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে এবং নতুন নতুন সুচিন্তিত পরামর্শ নিয়ে অগ্রসর হতে পরামর্শ প্রদান করেন। বিগত সময়ে কার্যক্রম বন্ধ থাকার জন্য দু:খ প্রকাশ এবং এই উপযুক্ত সময়কে কাজে লাগানোর প্রতি গুরুত্ব আরোপ করেন। পরিষদের সিনিয়র সভাপতি জনাব এ টি এম নোমান বার্ষিক কর্মপরিকল্পনা প্রনয়ণ করেন।