সাতকানিয়ার কৃতিসন্তান ব্যারিস্টার ওসমান হলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

সাতকানিয়ার সংবাদদাতা : উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য নতুন করে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেছে সরকার। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সাতকানিয়ার সন্তান ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী। তিনি সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আলহাজ লায়ন আবদুল গাফফার চৌধুরী বড় ছেলে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি দ্যা বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি.ও.নং, ৬ অব ১৯৭২) এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিম্নবর্ণিত ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ প্রদান করা হয়।

তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ায় বিভিন্ন আইনজীবী, সামাজিক সংগঠন নেতৃবৃন্দ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। দায়িত্ব পালনে তিনি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।