সাতকানিয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতকানিয়া সংবাদদাতা : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ আগস্ট) বিকেল ৩টায় সাতকানিয়া সেনা ক্যাম্পের ব্যবস্থাপনায় উপজেলার হল রুমে এই সভা আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মীর আলি এজাজ এবং ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান পারভেজ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস, সাতকানিয়ার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডাঃ আবদুল্লাহ আল মামুন।

লেফটেন্যান্ট কর্নেল মীর আলি এজাজ সভায় বলেন, আইন-শৃঙ্খলার উন্নয়নের জন্য সেনাবাহিনী ও পুলিশ একসঙ্গে কাজ করছে। তিনি সবাইকে শান্ত ও ধৈর্য্য ধারণ করার পরামর্শ দেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন সাতকানিয়া উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দীন, ভাইস চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী, জমায়াত নেতা ডাক্তার নুরুল হক, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, হাজী রফিকুল আলম, সেলিম উদ্দীন, ইলিস বাবলুসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।