সাতকানিয়ায় সংবাদদাতা : ইট বালি দিয়ে স্বেচ্ছাশ্রমে সংস্কার করেলেন সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের বেহাল দশায় পড়ে থাকা একটি সড়ক। উদ্যোগটি ছিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঞ্চনা ইউনিয়নের নেতাকর্মীদের।
গত (৩ সেপ্টেম্বর) সোমবার বিকাল ৫ টার দিকে জামায়াতে ইসলামীর কাঞ্চনা ইউনিয়ন সভাপতি মাওলানা আবু তাহেরের নেতৃত্বে ১ ও ২ নম্বর ওয়ার্ডের সকল দায়িত্বশীলের সহযোগিতায় ইউনিয়ন শাখার একাধিক নেতাকর্মীদের অংশগ্রহণে রাস্তাটি মেরামতের কাজ সম্পন্ন করেছেন।
জানা যায়, উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনুফকির হাট থেকে সুইপুরা পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলে অযোগ্য হয়ে পড়ে। বেহাল দশার এ সড়কটির বিভিন্ন স্থানে বিশারকার গর্ত অচলাবস্থার সৃষ্টি হয়। এ সড়ক বর্তমানে গাড়ি চলাচল তো দুরের কথা পায়ে হাটাও দূরুহ হয়ে পড়ে। প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন সড়কের কারণে এলাকাবাসী ভোগান্তি চরম আকার ধারণ করে। এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। নাজুক অবস্থার এ সড়কটির প্রায় ৩ কিলোমিটার অংশ স্বেচ্ছাশ্রমে মেরামতের কাজ করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বেহাল দশায় থাকা এ সড়কটি অবশেষে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গত শুক্রবার হতে টানা ৪ দিন ধরে মেরামতের কাজ করেছেন। এখন গাড়ি চলাচলের পাশাপাশি জনসাধারণের চলাচল সুগম হয়েছে।
জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এই সড়কে নিয়মিত যাতায়াতকারী কাঞ্চনা ইউনিয়নের সাধারণ মানুষ।
বাংলাদেশ জামায়াত ইসলামী কাঞ্চনা ইউনিয়ন সভাপতি মাওলানা আবু তাহের বলেন, অতীতে সড়ক মেরামত কাজে ইউনিয়ন পরিষদের প্রাপ্ত বরাদ্দ কোথায় গিয়েছে। সেটা হিসাব তুলে কোন লাভ নাই। মানুষের কল্যাণে কাজ করা আমার সংগঠনের নির্দেশনা রয়েছে। বিষয়টি মাথায় রেখে জনহিতকর কাজ করেছি। এটা একদিকে যেমন রাষ্ট্র মেরামতের অংশ অন্যদিকে সদকায়ে জারিয়া। বাংলাদেশ জামায়াত ইসলামি জনকল্যানমুখি কাজের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র নির্মাণ করতে চায়।