সাতকানিয়া বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি এর পক্ষ থেকে আজ বুধবার এওচিয়া ও মাদার্শা ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় সাংসদের একান্ত সচিব ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এরফানুল করিম চৌধুরীর ও সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আবু নঈম মুহাম্মদ সেলিম চৌধুরী এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন। এছাড়াও আশেপাশের কয়েকটি এলাকাতেও ত্রান বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বন্যা উপদ্রুত সব এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে জানান তাঁরা।
ইতোমধ্যে ত্রাণসামগ্রী বহন করা কয়েকটি গাড়ী বিভিন্ন ইউনিয়নের বেশী ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে গেছে বলে খবর পাওয়া গেছে। আগামীকাল বৃহস্পতিবার ও পরশু শুক্রবার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী নিজে সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়ন এলাকায় এসব ত্রান বিতরণ করবেন বলে জানা গেছে।
এদিকে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপির ব্যক্তিগত পক্ষ হতে খাদ্য সামগ্রী ১ম দিনে সাতকানিয়ার বিভিন্ন বন্যা উপদ্রুত এলাকায় বিতরন করা হয়। জানা যায়, পায়ে হেঁটে বৃষ্টির মধ্যেও এসব ত্রান সামগ্রী নিজে বিতরণ করেন চেয়ারম্যান এম এ মোতালেব। পর্যায়ক্রমে উপজেলার সব বন্যা উপদ্রুত এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানান ত্রান কাজে নিয়োজিত সংশ্লিষ্টরা।