সাতকানিয়ায় বন্যা দুর্গত এলাকায় সেনাবাহিনীর উদ্ধারকারী টিম। জনপ্রতিনিধিরাও সক্রিয়।

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা ভয়াবহ আকারে রূপ নিয়েছে। সাতকানিয়ার প্রায় সব ইউনিয়ন বন্যা প্লাবিত হয়েছে। পৌরসভাসহ গুরুত্বপূর্ণ বানিজ্যিক যোগাযোগ সংযোগ স্থল কেরানিহাটের বিভিন্ন মার্কেটের নীচতলার দোকানপাট ডুবে গেছে। এতে মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে। জানা গেছে, অনেক গবাদিপশু ভেসে গেছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মোবাইল ফোনের চার্জ ফুরিয়ে গেছে। এতে ইন্টারনেট ও মোবাইল সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় সহজে খবরাখবর নেওয়া যাচ্ছে না।
এদিকে সরকারি প্রশাসন থেকে উদ্ধার কাজ ও ত্রাণ সহায়তার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। সাতকানিয়া বন্যা দুর্গত এলাকার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধারকারী টিম সাতকানিয়া রোড ভিউ রেস্টুরেন্টে অবস্থান করছেন। উদ্ধারকারী টিম লিডারের নেতৃত্বে থাকবেন মেজর শাকিল। জরুরী প্রয়োজনে 01769102822 এই নাম্বারে যোগাযোগ করা যাবে।
এলাকার জনপ্রতিনিধি ও বেসরকারি উদ্যোগেও ত্রান তৎপরতা শুরু হচ্ছে বলে খবর পাওয়া গেছে।


সাতকানিয়া -লোহাগাড়ার বন্যা কবলিত মানুষের সহায়তায় এলাকার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি মহোদয়’ এর বিশেষ বরাদ্দ মাননীয় প্রধানমন্ত্রী’র দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ফোন করে মাননীয় সাংসদ’কে নিশ্চিত করেছেন বলে জানা গেছে। যেখানে রয়েছে নগর টাকা এবং শুকনো খাবার। চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে সাতকানিয়া এবং লোহাগাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রেরিত হয়েছে বলে জানা গেছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে কুয়েত থেকে সাতকানিয়া- লোহাগাড়া’ বন্যা কবলিত এলাকার জন্য বড় একটি অনুদান নিশ্চিত করেছেন চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ। তিনি আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।