সাতকানিয়ায় পিকআপ ভ্যানে ২০ হাজার ইয়াবা, আটক ১

চট্টগ্রামের সাতকানিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ ইব্রাহিম হোসেন মাসুককে ( ২৮)  আটক করেছে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ। এসময় ইয়াবা বহনের দায়ে একটি পিকআপ ভ্যান গাড়িও জব্দ করেছে পুলিশ।

বুধবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকায় তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

ইব্রাহিম হোসেন মাসুক কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার সদর দক্ষিণ থানার রাজাপাড়া এলাকার আহমদ উল্লাহ খোকনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিওসির মোড় এলাকায় দোহাজারী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ নীল রংয়ের মিনি পিকআপ (চট্রমেট্রো – ন ৬৮০৬) তল্লাশি চালিয়ে চালকের সিটের ডান পাসে বিশেষ কায়দায় লুকানো স্থান থেকে গোলাপি রঙের প্রায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি মো মিজানুর রহমান জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে মাদক সহ সব ধরনের অবৈধ মালামাল পাচাররোধে পুলিশ সব সময় তৎপর রয়েছে। এর অংশ হিসেবে পরিচালিত অভিযানে ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হচ্ছে।

ইয়াবা উদ্ধারের ঘটনায় সাতকানিয়া থানা একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীতেও ইয়াবা উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।