সাতকানিয়ায় সংবাদদাতা : চট্টগ্রামের সাতকানিয়ায় এক ব্যতিক্রমি পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। একাধারে ৪০ দিন জামায়াতের সাথে নামাজ আদায়কারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকার ৫১ জন কোমলমতি শিশুদের এ পুরস্কার দেয়া হয়। শুক্রবার (৪ অক্টোবর) বিকাল ৩ টার দিকে স্থানীয় দুদু ফকির মাদ্রাসা ময়দানে এ আয়োজন করে পৌরসভার দক্ষিণ ঢেমশা নাজির পাড়া এলাকার সামাজিক সংগঠন জে এম ফাউন্ডেশন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জে এম ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুন সওদাগর। প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর আহমদ চৌধুরী। রাকিবুল ইসলাম তামিমের কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে স্বাগত বক্তব্য দেন এনামুল হক মানিক।
মাস্টার আবুল বশর ও মোহাম্মদ কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন ছৈয়দাবাদ আহমদিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক সভাপতি মোখতার আহমদ চৌধুরী, মোহাম্মদ হোসেন, মৌলানা এজাহারুল হক নূরানী মাদ্রাসার সভাপতি আবদু রশিদ আল কাদেরী, ছৈয়দাবাদ আহমদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ মিজান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবদুল্লাহ আল্ ফয়সাল, জুনাইদুল ইসলাম মেহেরী, মোহাম্মদ মহিউদ্দন ও মোহাম্মদ জামাল হোসাইন প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রথম পুরস্কার হিসেবে দেয়া হয় প্রতিজনকে একটি বাইসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি অটোবির রিডিং টেবিল, তৃতীয় পুরস্কার ছোট আকারের রিডিং টেবিল এবং চতুর্থ পুরস্কার একটি উন্নতমানের স্কুল ব্যাগ।
সংগঠনের পৃষ্ঠপোষক মো হারুন ও মো. মামুন জানান, মা-বাবার নামে এ সংগঠন প্রতিষ্ঠা করে সামাজিক ভাল কাজে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। আমাদের এ সংগঠনের উদ্দেশ্য লক্ষই হলো সকল ভাল কাজের সাথে নিজেদেরকে এবং এলাকাবাসীকে সম্পৃক্ত করা।