সাতকানিয়ায় ইত্তিহাদুল আয়িম্মাহ্ পরিষদের ওলামা সম্মেলনে অনুষ্ঠিত 

সাতকানিয়ায় সংবাদদাতা : ফ্যাসিস্ট সরকারের জালিম প্রতিনিধিদের মাধ্যমে আলেম ওলামাদের কন্ঠকে স্তব্ধ করে রেখেছিলেন। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ইসলামের চির দুশমন এক স্বৈরাচারীর বিদায় ঘন্টা বেজেছ। গত ১৭ বছরে আলেম ওলামা এবং তাদের পরিবার কেউ শান্তিতে বসবাস করতে পারেনি। কারাবন্দী, গুম, খুনসহ মনের ভিতর আতঙ্কিত বোঝা নিয়ে রাতদিন কাটাতে হতো। আজকে ছাত্র-জনতার গণবিপ্লবে সেই আতঙ্ক দূর হয়েছে হাজারো পরিবারের।

 

সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নে ইত্তিহাদুল আয়িম্মাহ্ পরিষদের উদ্যোগে ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ড. মাওলানা নিজাম উদ্দিন একথা বলেন।
শনিবার (২৭সেপ্টেস্বর) কালিয়াইশ রসুলাবাদ ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অডিটোরিয়াম হল রুমে ঈমাম, খতিব ও আলেমদের নিয়ে কুরআন সুন্নাহভিত্তিক আলোচনা করা হয় এই সম্মেলনে।

সংগঠনের সভাপতি ও গারাংঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মহিউদ্দিনের সভাপতিত্বে  এবং আমিনুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ নেজাম উদ্দিন।

ওলামা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসুলাবাদ ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক তাজুল ইসলাম। সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা শফিকুর রহমান, মাওলানা আবু তৈয়ব, মাওলানা আবু ছালেহ,
মাওলানা হাফেজ ক্বারী মুজিবুল হক, মোহাম্মদ বেলাল, মাওলানা আবুল কালাম, মাওলানা ওমর ফারুক প্রমুখ।

আলেম-ওলামাগণের ইত্তিহাদুল আয়িম্মাহ্ পরিষদের উদ্দেশ্য হলো সারাদেশে গরীর দুঃখী মেহনতী মানুষের মাঝে সেবা প্রদান ও আলেম ওলামাদের অধিকার রক্ষায় আওয়াজ তোলা।