সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী

সাতকানিয়া সংবাদদাতা : সাতকানিয়া কালিয়াইশ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড হিন্দু পাড়ায় গত ১৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯.৩০ মিনিটের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়, খবর পেয়ে সাতকানিয়া কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী।

 

ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করে নিজ তহবিল থেকে নগদ অর্থ প্রধান করেন, এবং আগামীতে সুখেদুঃখে পাশে থাকবে বলে জানান। এইসময় আরো উপস্থিত ছিলেন কালিয়াইশ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার বিএনপি নেতা সামসুল ইসলাম বাবলু, কামাল হোসেন,ওসমান গনি, আবদুর রহিম, বাহদুর, নুরু, লিয়াকত আলীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৮ সেপ্টেম্বর বিকালে কালিয়াইশ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো কে শুকনো খাবারসহ ত্রাণ সামগ্রীর তুলে দেওয়া হয়।