গতকাল শুক্রবার দুপুরে সাতকানিয়া সদর ইউনিয়নের চিব্বাড়ি এলাকা থেকে এড. আনোয়ারুল আলম চৌধুরী (৪৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম মহানগর জামায়াতের আইন আদালত বিষয়ক সম্পাদক ও মহানগর শিবিরের সাবেক সভাপতি ছিলেন।
ড. আনোয়ারুল আলম চৌধুরী (৪৫) ওই এলাকার ছালেহ আহমদের পুত্র।
গ্রেপ্তারকৃত আনোয়ারুল আলম একজন জামায়াত ক্যাডার। তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালী ও বাকলিয়াসহ বিভিন্ন থানায় নাশকতা, পুলিশের ওপর হামলা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনেসহ ১২টি মামলা রয়েছে বলে জানান সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন। আজ শনিবার তাকে আদালতে হাজির করা হবে।
।