সাতকনিয়ায় ১২ মামলার আসামী জামায়াত নেতা গ্রেপ্তার

গতকাল শুক্রবার দুপুরে সাতকানিয়া সদর ইউনিয়নের চিব্বাড়ি এলাকা থেকে এড. আনোয়ারুল আলম চৌধুরী (৪৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম মহানগর জামায়াতের আইন আদালত বিষয়ক সম্পাদক ও মহানগর শিবিরের সাবেক সভাপতি ছিলেন।
ড. আনোয়ারুল আলম চৌধুরী (৪৫) ওই এলাকার ছালেহ আহমদের পুত্র।
গ্রেপ্তারকৃত আনোয়ারুল আলম একজন জামায়াত ক্যাডার। তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালী ও বাকলিয়াসহ বিভিন্ন থানায় নাশকতা, পুলিশের ওপর হামলা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনেসহ ১২টি মামলা রয়েছে বলে জানান সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন। আজ শনিবার তাকে আদালতে হাজির করা হবে।