সাংসদ নদভী অসুস্থ, দোয়া কামনা

চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী অসুস্থ। বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছ।

সরেজমিনে নগরীর সিএসসিআর হাসপাতালে গেলে জানাযায় গত ২ মার্চ থেকে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি’র তার পেসার ও ডায়াবেটিস বেড়ে যাওয়ায় আজ রবিবার অবস্থার অবনতি হলে তাঁকে নগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর অসুস্থতার খবর শুনে লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোহাম্মদ জহির উদ্দিন দলের নেতাকর্মী নিয়ে তাঁকে দেখতে হাসপাতালে ছুঁটে যান। প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি’র দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তাঁর পরিবার।