`সাংবাদিক হাবিবুর রহমান খান অনুসরণীয় ব্যক্তিত্ব’

প্রয়াত সাংবাদিক হাবিবুর রহমান খান সৎ, নীতিবান ও প্রজ্ঞার অধিকারী এক অনুসরণীয় ব্যক্তিত্ব ছিলেন। নতুন প্রজন্মের কাছে তার আদর্শ তুলে ধরা গেলে তারা উপকৃত হবে। এই সাংবাদিককে তুলে ধরতে স্বাধীন সাংস্কৃতিক একাডেমি যে উদ্যোগ নিয়েছে তা একটি মহতি উদ্যোগ এবং প্রশংসার দাবিদার। যারা সম্মাননা পাচ্ছেন তারও স্ব স্ব ক্ষেত্রে আরো ভাল অবদান রাখতে দায়বদ্ধ হবেন। দৈনিক সেবক পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক, দৈনিক আজাদীর প্রথম বার্তা সম্পাদক প্রথিতযশা সাংবাদিক হাবিবুর রহমান খান স্মরণে সৃজনশীল জ্ঞানচর্চা কেন্দ্র স্বাধীন সাংস্কৃতিক একাডেমি প্রবর্তিত তৃতীয়বারের মতো ‘সাংবাদিক হাবিবুর রহমান খান সম্মাননা স্মারক’ প্রদান অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
গত ৩০ নভেম্বর শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে স্বাধীন সাংস্কৃতিক একাডেমি আয়োজিত সম্মনানা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাবন্ধিক আমিনুর রাশীদ কাদেরী। অতিথি ছিলেন, শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক রাশেদ রউফ, বেতার বক্তিত্ব ফজল হোসেন, প্রাবন্ধিক শাসুদ্দিন শিশির।
কবি মীর নাজমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাহাবউদ্দিন হাসান, সিনিয়র সহ সভাপতি জহির উদ্দিন ইমরোল কায়েস, সংগঠনের সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী,কবি রমেশ চন্দ্র সানা ও সাংবাদিক হাবিবুর রহমানের মেয়ে উন্নয়ন সংগঠক নাসরিন সুলতানা খানম। উল্লেখ্য প্রতি বছরের ন্যায় এবারও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৮ ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। এবার যারা ও যে প্রতিষ্ঠানগুলি এই সম্মাননা পেয়েছে, ক্রীড়ায়-বাংলাদেশ ব্লাইণ্ড ক্রিকেট কাউন্সিল,সেন্ট্রাল কমিটি, ঢাকা। সৃজনশীল প্রকাশনায়-খড়িমাটি। আবৃত্তিতে-নরেন আবৃত্তি একাডেমি। এ ছাড়া কথাসাহিত্যে সাংবাদিক বিপুল বড়য়া,শিক্ষায়-অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া। সাংবাদিকতায় সাংবাদিক আবছার মাহফুজ। আইন পেশায়-অ্যাডভোকেট মো. নুরুদ্দীন আরিফ চৌধুরী। কবিতায় কবি সাংবাদিক শাহীদ হাসান। সংগঠনে অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া। শিশুসাহিত্যে সাংবাদিক ইফতেখার মারুফ ও নাট্যকলায়-নাট্যজন আলোক মাহমুদ।

আলোকিত সাতকানিয়া/এইচএম