কিছু মানুষ থেকেও থাকে না আবার কিছূ মানুষ না থেকেও থাকে। পরোপকারি সাংবাদিক শহীদ উদ্দিন চৌধুরী ছিলেন তেমন একজন মানুষ। চারণ সাংবাদিক মোঃ মোনাজাত উদ্দিনের মতই ছিলো তার সাংবাদিকতা। সাংবাদিক শহীদ উদ্দিন চৌধুরী চট্টগ্রামের মোনাজাত উদ্দিন। তাই তার স্মৃতি রক্ষায় দোহাজারী মোড়কে শহিদ উদ্দীন চৌধুরী চত্বর ঘোষণা করেছেন চন্দনাইশ-সাতকানিয়া আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী। একইসাথে তিনি দোহাজারী প্রেস ক্লাবে একটি লাইব্রেরি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান। শনিবার (৬ এপ্রিল) বিকেলে চন্দনাইশ মিডিয়া ক্লাব-চট্টগ্রাম আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কেবি আবদুছ সাত্তার মিলনায়তনে আয়োজিত এ শোকসভায় নজরুল ইসলাম চৌধুরী বলেন, অত্যন্ত সজ্জন ছিলেন সাংবাদিক শহীদ উদ্দিন চৌধুরী।
দক্ষিণ চট্টগ্রামের গণমানুষের প্রিয় মুখ ছিলেন তিনি। তার অকাল প্রয়াণ ব্যথিত করেছে সবাইকে।
নারী সাংবাদিক পূরবী দাসের সঞ্চালনায় চন্দনাইশ মিডিয়া ক্লাব-চট্টগ্রামের সভাপতি জামসেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, চন্দনাইশ পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, সাংবাদিক ও কলামিস্ট জসীম চৌধুরী সবুজ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান স্বপন কুমার মল্লিক, দৈনিক সমকাল চট্টগ্রাম ব্যুরো চিফ সরোয়ার সুমন, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের আন্তর্জাতিক সম্পাদক আরটিভির সাংবাদিক সরোয়ার আমিন বাবু , সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তরের সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক সৈয়দ ফোরকান আবু, সাংবাদিক কামরুল হুদা, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট দেলোয়ার, চন্দনাইশ উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সালাউদ্দিন রিটন, নওয়াব আলী,ফজলুল হক চৌধুরী, দেলোয়ার হোসেন মিঠুু, যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা আরিফুল ইসলাম, প্রমুখ।