দৈনিক আজাদীর চন্দনাইশ প্রতিনিধি ও দৈনিক সমকালের দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক মোঃ শহিদ উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)।মৃতু্কালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
মরহুমের পরিবার সূত্র জানায়, সকালে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে জরুরি দোহাজারী গ্রিন হসপিটালে ভর্তি করলে সকাল সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন।
সাতকানিয়া থানার কালিয়াইশ ইউনিয়নের পশ্চিম কাটগড় এর কৃতি সন্তান দীর্ঘিদিন সাংবাদিকতা করেছেন। তার দুই ছেলে এক মেয়ে রয়েছে।
চট্টগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান সংগঠন তার অকাল মৃত্যু’তে গভীরভাবে শোক প্রকাশ করেছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।
শুক্রবার (২৯ মার্চ) সকাল ১১টায় উত্তর কালিয়াইশ চৌধুরী বাড়ী সংলগ্ন হাসপাতাল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।