সাংবাদিক আবু সুফিয়ানের ঢেমশা উচ্চ বিদ্যালয় পরিদর্শন

ঢেমশা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন রূপালী ব্যাংকের পরিচালক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদারসহ আরো অনেকে। এসময় বক্তব্যকালে সাংবাদিক আবু সুফিয়ান বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে অনেক উন্নয়ন সাধন করে চলেছে। ঢেমশা উচ্চ বিদ্যালয়কে আধুনিকায়ন, ৩টি বহুতল বিশিষ্ট ভবন, খেলার মাঠ, শেখ রাসেল আইসিটি ল্যাব, ওয়েব ক্যামেরা, পাঠাগারসহ সকল রকম সুযোগ সুবিধা বর্তমান সরকারের আমলেই নিশ্চিত হয়েছে। তিনি বিদ্যালয়ের মান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারিভাবে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি ঢেমশা উচ্চ বিদ্যালয়কে ভবিষ্যতে স্কুল অ্যান্ড কলেজে রূপান্তর করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।