সাংবাদিকের চিকিৎসায় কেএসআরএমের ১ লাখ টাকা অনুদান

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুকের চিকিৎসায় এক লাখ টাকা অনুদান দিয়েছে দেশের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপ। আব্দুল্লাহ আল ফারুক দৈনিক মানব জমিনের সীতাকুণ্ড প্রতিনিধি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের অর্থ সম্পাদক।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাব কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এই অনুদান প্রদান করা হয়।

এ উপলক্ষে দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন কেএসআরএমের গণমাধ্যম উপদেষ্টা মিজানুল ইসলাম, মহাব্যবস্থাপক মো. শাখাওয়াত হোসেন ও ব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) মো. তাজউদ্দিন।

চেক গ্রহণ করেন প্রেসক্লাবের সভাপতি এম সেকান্দর হোসাইন, সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী, প্রেসক্লাব সাংবাদিক কল্যান ট্রাস্টের চেয়ারম্যান এম. হেদায়েত, সদস্য সচিব লিটন কুমার চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক জহিরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম বিএসসি, শেখ সালাউদ্দিন, আবুল খায়ের, জাহাঙ্গীর আলম, খোরশেদ আলম, দিদার হোসেন টুটুল প্রমুখ।