সাতকানিয়া প্রতিনিধি: সরকারীকরণ হলো সাতকানিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব লুত্ফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিদ্যালয়টিকে সরকারীকরণ করা হয়। এদিকে স্কুলটি সরকারীকরণ হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থীর মধ্যে আনন্দের বন্যা বইতে শুরু করে।
সাতকানিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. আ ম ম মিনহাজুর রহমান জানান, বিদ্যালয়টি সরকারীকরণ হওয়ায় এ অঞ্চলের নারীশিক্ষায় অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হবে। নারীশিক্ষার অগ্রায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রাধিকার ভিত্তিতে সাতকানিয়া বালিকা উচ্চ বিদ্যালয়টি সরকারীকরণ করেছেন। বিদ্যালয়টি সরকারীকরণ হওয়ায় সাতকানিয়াবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রমকে ধন্যবাদ জানায়।
আলােকিত সাতকানিয়া/এইচএম