দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেবামূলক ও একমাত্র অনলাইনভিত্তিক সংগঠন দোহাজারী ব্লাড ব্যাংককে সম্মাননা প্রদান করেছেন চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন শিখর। গত ১৪ সেপ্টেম্বর বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভায় সামাজিক মানবিক কাজে বিশেষ অবদানের জন্য এ সম্মাননা প্রদার করা হয়। এ উপলক্ষে সংগঠনের সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে সভঅয় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের উপ-পরিচালক শাহানারা বেগম। আলোচনায় অংশ নেন অধ্যক্ষ মো. আবুল খায়ের, মো. জাফর উল্লাহ চৌধুরী, সাইফুল করিম আরিফ, সংগঠনের সাধারণ সম্পাদক জয়ন্ত বডুয়া, মাহতাব রুমি, মাঈন উদ্দিন হাছান, এসএম ওয়াহিদ রনি, জুনায়েধ ছালেহ, খন্দকার মো. সাইফুদ্দিন, জাহিদুল ইসলাম শাকিব প্রমুখ।