‘দেবী’ মিশন শেষ করে অভিনেত্রী জয়া আহসান এখন কলকাতায় অবস্থান করছেন। আগামী ৪ জানুয়ারি সেখানে মুক্তি পাবে তার নতুন চলচ্চিত্র ‘বিজয়া’। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এ ছবির প্রচারণায় গিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে জানালেন, ভারত সরকারের অনুমতি পেলে তিনি দু’দেশের নাগরিকত্ব নিতে চান। একটি ভিডিও সাক্ষাৎকারে উপস্থাপিকা প্রশ্ন করেন দ্বৈত নাগরিকত্ব জয়া চান কিনা! এ প্রসঙ্গে জয়া বলেন, ‘সেই অপশনটা তো নেই। যদি সম্ভব হতো আমি অবশ্যই নিতাম। কিন্তু ভারতবর্ষ সেটা পারমিট করছে না। আসলে আমি দুটি বা একটি পাসপোর্ট ক্যারি করি না কেন, আমি মনে প্রাণে বাংলার মানুষ।’
জয়া জানান, বাংলাদেশে যেমন দর্শক তার কাজ পছন্দ করেন তেমনি এপার বাংলা থেকেও অনেক ভালোবাসা পেয়েছেন তিনি। তাই ভারত সরকারের অনুমতি পেলে তিনি দু’দেশের নাগরিকত্ব নিতে চান। তবে তা যদি নাও হয়, তাতেও কোন অসুবিধা নেই। কারণ, দুই বাংলার মনেই তিনি বাস করেন। উল্লেখ্য, বাংলাদেশের আইন অনুযায়ী সার্কভুক্ত আটটি দেশ, মিয়ানমার ও সরকারের নিষিদ্ধ ঘোষিত দেশ ছাড়া অন্য সব দেশের দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন বাংলাদেশিরা। অপরদিকে ভারতসহ সার্কভুক্ত বাকি দেশগুলোও নিজেদের মধ্যে দ্বৈত নাগরিকত্বের অনুমোদন দেয় না।