মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামে প্রথমবারের মতো সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গতকাল বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রামের এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমান। এতে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ এবং বেসামরিক কর্মকর্তাবৃন্দ। নগরীর সেনানিবাস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সপ্তাহব্যাপী এই প্রদর্শনী আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। চট্টগ্রামে প্রথমবারের মত আয়োজিত প্রদর্শনীতে ১৪টি স্টল খোলা হয়েছে। স্টলগুলোতে সেনাবাহিনীর সাঁজোয়া যান,কামান,বিমান বিধ্বংসী কামান ও মিসাইলসহ সেনাবাহিনীর বিবিধ অত্যাধুনিক সমরাস্ত্র প্রদর্শন করা হচ্ছে। এছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর অবদান, দুর্যোগ ব্যবস্থাপনা ও দেশগঠনে সেনাবাহিনীর ভূমিকা ,র্পাবত্য চট্টগ্রামে সেনাবাহিনীর কার্যক্রম ও র্পযটন শিল্প বিকাশে সেনাবাহিনীর কর্মকাণ্ড সম্পর্কিত স্টল রাখা হয়েছে। সমরাস্ত্র প্রদর্শনীকে আরো আকর্ষণীয় করতে খেতাবপ্রাপ্ত বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণের ব্যবস্থা রাখা হয়েছে। আগামী ২৭,২৮ ও ৩১ র্মাচ প্রতিদিন বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা এবং ২৯ ও ৩০ র্মাচ সাপ্তাহিক ছুটির দিনে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা র্পযন্ত প্রর্দশনী চলবে। সমরাস্ত্র প্রদর্শনীটি নির্ধারিত দিনে সেনানিবাসস্থ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।