মহাকাশে ১৯৭ দিনের সফল অভিযান শেষে পৃথিবীতে ফিরেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তিন নভোচারী পৃথিবী প্রদক্ষিণের পাশাপাশি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মেরামতের কাজ করেছেন তারা জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া, জার্মানি ও যুক্তরাষ্ট্রের ওই তিন নভোচারীকে বহন করা মহাকাশযান সুয়োজ বৃহস্পতিবার কাজাখস্তানে নিরাপদে অবতরণ করেছে। আর দেশটির মিশন নিয়ন্ত্রণ কেন্দ্রের বরাত দিয়ে রাশিয়ার মহাকাশ সংস্থা রোসকসমস টুইটার বার্তায় জানায়, মনুষ্যবাহী মহাকাশযান সুয়োজ এমএস-০৯ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে।