সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন পত্র জমা দিয়েছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এসময় তার সাথে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি গত মঙ্গলবার মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
উল্লেখ্য, অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী বিভিন্ন মাদ্রাসায় জাতীয় সংগীত পাঠ ও জঙ্গিবাদ বিরোধী নানা কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যে তিনি বেশ সাড়া ফেলেছেন।