জাতীয় সংসদের সংরক্ষিত আসনে চট্টগ্রাম বিভাগ থেকে প্রার্থী হলেন বাংলদেশ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি জালালুদ্দিন আহম্মদের কন্যা এডভোকেট জোবাইদা গুলশান আরা জিমি। সে গত ১৬ জানুয়ারি ঢাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম ক্রয় করেছেন। তিনি পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। এডভোকেট গুলশান আরা জিমি দক্ষিণ জলা আওয়ামী যুব মহিলা লীগের আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী সদস্য ও জেলা জজ কোর্টের সাবেক সহকারী কৌশলী বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও পটিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রয়াত সাংবাদিক জালাল উদ্দিন আহমদের কন্যা বর্তমানে হাইকোর্টেও এডভোকেট পটিয়ার মেয়ে জোবাইদা জিমি আওয়ামী লীগের সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে দলীয় মনোনয়নপ্রত্যাশী হয়েছেন।
তিনি কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের ঘোষিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরনাহার জালালের কন্যা।
স্কুলজীবন থেকেই মেধাবী এ নারী নেত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৪ সালে চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কমিটির শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা পান। তিনি তার আগামীর পথ চলায় সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।