দক্ষিণ জেলা পূজা পরিষদের সাথে এক সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, ধর্মীয় সম্প্রীতি সমাজে শান্তির অন্যতম সহায়ক। সংবিধানেও কোন ধর্মের প্রতি অবিচারের স্থান নেই। এও সত্য রাজনৈতিক কারণে স্বার্থান্বেষী মহল এই সুন্দর আবেদনকে কখনো কখনো কালিমালিপ্ত করে, যা কাম্য নয়। আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। দুর্গোৎসব আমাদের দেশের দীর্ঘকালের ঐতিহ্য বহণ করে আসছে। চট্টগ্রাম দক্ষিণাঞ্চলে এই উৎসব সফল করে তুলতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে দক্ষিণ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি সনাতন ধর্মের সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, এদেশে সাম্প্রদায়িক শক্তিকে জনগণ বার বার প্রত্যাখ্যান করেছে, আগামীতেও এই অপশক্তিকে কোন প্রকার সুযোগ না দিয়ে দেশের উন্নয়ন সমৃদ্ধিকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। গত ২৪ সেপ্টেম্বর দক্ষিণ জেলা পূজা উদ্্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, দক্ষিণ জেলা পূজা পরিষদের প্রাক্তন সভাপতি লায়ন দুলাল চন্দ্র দে, প্রাক্তণ সভাপতি শিল্পপতি বাবুল ঘোষ, প্রাক্তন সভাপতি ড. বিপ্লব গাঙ্গুলী, সভাপতি জিতেন কান্তি গুহ, সাধারণ সম্পাদক পরিমল দেব, পটিয়া উপজেলা সভাপতি ঋষি বিশ্বাস, সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্ত্তী, দপ্তর সম্পাদক রুবেল শীল, অর্থ সম্পাদক আশীষ মিত্র, সহ অর্থ সম্পাদক নুরুর দাশ প্রবীর, সদস্য শিবাষীশ সেন, অলক কুমার দে, জুয়েল চৌধুরী, সুজন চক্রবর্ত্তী, তুষিত চৌধুরী, বিপ্লব সিংহ, নন্দন মল্লিক, সুভাষ কান্তি সুশীল, রূপন দাশ প্রমুখ। প্রেস