সংবাদ সম্মেলন: ছয় ইউনিয়ন নিয়ে উত্তর সাতকানিয়া থানা স্থাপনের দাবি

চট্টগ্রামের সাতকানিয়ার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘উত্তর সাতকানিয়া’ নামে থানা স্থাপনের দাবিতে চট্টগ্রাম প্রেস কাব ও জাতীয় প্রেস কাবের সামনে মানববন্ধনসহ সভা সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে উত্তর সাতকানিয়া সম্মিলিত নাগরিক সমাজ।

এ দাবিতে বুধবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেস কাবে সংবাদ সম্মেলন হয়। যুবলীগ নেতা ওসমান আলী ও সাংবাদিক শহীদুল ইসলাম বাবরের যৌথ সঞ্চালনায় এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ মহিউদ্দিন।
উপস্থিত ছিলেন বাজালিয়া আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, কেওচিয়ার সভাপতি মাস্টার মোহাম্মদ ইউনুচ, টেরী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহমদ হোছাইন, কালিয়াইশ ইউনিয়ন সভাপতি নুরুল হাকিম চৌধুরী, ধর্মপুরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কেওচিয়ার সাধারণ সম্পাদক রিপন দাশ সুজন, খাগরিয়ার সাধারণ সম্পাদক রাশেদ আজগর চৌধুরী সুজা, পুরানগড়ের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সদস্য হাছান মাহমুদ, মো: হেলাল উদ্দিন টিপু, চট্টগ্রামস্থ বাজালিয়া সমিতির সাধারণ সম্পাদক রফিক উল্লাহ চৌধুরী, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির যুগ্ম সম্পাদক ফারুক আজম, প্রবাসী নেতা জাহাঙ্গীর আলম, বাজালিয়া যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনছুরুল ইসলাম মনছুর, যুবলীগ নেতা আনোয়ারুল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সাতকানিয়া উপজেলার উত্তর সাতকানিয়ার খাগরিয়া, কালিয়াইশ, কেওচিয়া, ধর্মপুর, বাজালিয়া ও পুরানগড় এই ৬টি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষের দীর্ঘ দিনের দাবি ‘উত্তর সাতকানিয়া থানা’ বাস্তবায়ন করা। সাতকানিয়া উপজেলা ১৭টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে গঠিত। জনসংখ্যা ছয় লক্ষাধিক। ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে ১১টি ইউনিয়ন ও পৌরসভা চট্টগ্রাম-১৫ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। বাকি উত্তর সাতকানিয়ার উল্লিখিত ৬ ইউনিয়ন ও চন্দনাইশ উপজেলার ৯টি ইউনিয়ন চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত বিধায় আমরা উপরি উক্ত ছয় ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষ সরকারের নানাবিধ উন্নয়ন ও জননিরাপত্তার ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছি। আমাদের দাবির বিষয়টি আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারের সংশ্লিষ্ট সব দফতরে লিখিতভাবে জানিয়েছি।

আমাদের এ দাবি আদায়ে ৪ আগস্ট শনিবার বিকেল ৪টার সময় চট্টগ্রাম প্রেস কাবের সামনে মানববন্ধন, ৫ আগস্ট রোববার বেলা ১১টায় জাতীয় প্রেস কাবের সামনে মানববন্ধন, ৮ আগস্ট উত্তর সাতকানিয়ার ছয় ইউনিয়নে গণস্বাক্ষর সংগ্রহ করা হবে। পরবর্তীতে ছয় ইউনিয়নে সমাবেশ, মিছিলসহ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক পন্থায় দাবি আদায়ের লক্ষ্যে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি।