খ্যাতিমান নন্দিত বাঙালি ফটোআর্টিস্ট শোয়েব ফারুকী ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’ জাতীয় সাংস্কৃতিক সংগঠন সন্দীপনা কেন্দ্রীয় সংসদের সাংবাৎসরিক আয়োজন ২১শে ফেব্রুয়ারি-২০১৯ এর একুশ মঞ্চে আনুষ্ঠানিক ভাবে একুশে স্মারক সম্মাননায় ভূষিত হয়েছেন। খ্যাতিমান ভৌত বিজ্ঞানী চবি অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন- আচার্য্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটি ভারতের সাধারণ সম্পাদক অধ্যাপক দেব কন্যা সেন, ভারতের জাতীয় শিক্ষক, কবি ও সাহিত্যিক মিনতি দত্ত মিশ্র, অধ্যক্ষ শেখ-এ-রাজ্জাক রাজু, লোককলা চর্চা কেন্দ্র বাংলাদেশ এর আহŸায়ক বর্ষীয়ান কবিয়াল আবদুল লতিফ, সংগীত পরিচালক শিল্পী এম.এ হাশেম, শিক্ষাবিদ বাবুল কান্তি দাশ, সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ভাষ্কর ডি.কে. দাশ (মামুন), আবৃত্তি শিল্পী দিলরুবা খানম, সংগঠক প্রণব রাজ বড়ুয়া, কবি তরণী সেন, শিক্ষিকা তাহেরা খাতুন, শিল্পী আশীষ কুমার দেব, শিল্পী হানিফুল ইসলাম প্রমুখ।