শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এসেছে

ভূমিপ্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, আলোকিত জনগোষ্ঠী গড়তে বাংলাদেশে শিক্ষার গুণগত মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তন এসেছে। গত কয়েক দশকে শিক্ষার সর্বস্তরেই চোখে পড়ার মতো অগ্রগতি সাধিত হয়েছে। ফলে পাল্টে গেছে দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি।

গত বৃহস্পতিবার লোহাগাড়া উপজেলার পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর ফূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির ও উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী জাবেদ আরো বলেন, বর্তমান সরকারের সাফল্যের তালিকায় নি:সন্দেহে শিক্ষা। শিক্ষার আলোয় এখন আলোকিত পুরো বাংলাদেশ। পাঠ্য বইয়ের বিকৃতি রোধে প্রথিতযশা ইতহাসবিদদের নিয়ে সংশোধন করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংযোজন করেছে সরকার । বর্তমান প্রজন্ম স্বাধীনতা  সংগ্রাম ও জাতীয় বীরদের সঠিক ভাবে জানতে পারছে।

সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী বলেন, শিক্ষার গুণগম মান বৃদ্ধির জন্য আধুনিক ও সময়োপযোগী কারিকুলাম অনুসারে পাঠ্যপুস্তর তৈরি করা হচ্ছে। দক্ষ্য মানবসম্পদ গড়ার লক্ষ্যে ইতোমধ্যে নতুন কারিকুলামে পাঠ্য বই তৈরি করে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরিসহ সকল ধারার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী।  স্কুল পরিচালনা কমিটির সভাপতি, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নুরুল আবছার চৌধুরী, আনোয়ার কামাল, মোহাম্মদ জসিম উদ্দিন, চেয়ারম্যান নেজাম উদ্দিনসহ অন্যান্যরা।