শুরা অধিবেশনে যোগ দিতে আজ বাঁশখালী যাচ্ছেন আল্মামা শফি

হেফাজতে ইসলাম বাংলাদেশের মুহতারাম আমীর দুরুল উলুম মুঈনুল উসলাম হাটহাজারীর মহাপরিচালক ও কাওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফি আজ সোমবার সকাল ৯ টায় বাঁশখালী পৌরসদর জলদীতে আসবেন। তিনি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া জলদী মাখজনুল উলুম বাঁশখালী বড় মাদ্রাসার মজলিশে শুরা অধিবেশনে উপস্থিত থাকবেন। মজলিশে শুরা অধিবেশনে যোগ দিতে হাটহাজারী মাদ্রাসা থেকে হেলিকপ্টার যোগে তিনি বাঁশখালীর উদ্দেশ্যে মাদ্রাসা ত্যাগ করবেন।