শুধু শিক্ষিত হলে হবেনা আদর্শবান মানুষ হতে হবে: এম এ মোতালেব

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বনফুল ও কিশোয়ান গ্রুপের চেয়ারম্যান, চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড  ইন্ডাস্ট্রিক পরিচালক আলহাজ্ব এমএ মোতালেব সিআইপি বলেছেন, শুধু শিক্ষিত হলে হবে না আদর্শবান মানুষ হতে হবে। লেখা পড়ায় ভালো হলে তোমাদের মধ্য থেকে গড়ে উঠবে দেশ পরিচালনায় আদর্শবান ব্যক্তি। শিক্ষার পাশাপাশি নীতি নৈতিকতাও শিখতে হবে। শিক্ষা ছাড়া কোন জাতিই উন্নত হতে পারেনা। স্কুল জীবন থেকেই সমাজের সব অন্যায়ের প্রতিবাদি হয়ে উঠতে হবে।

রবিবার সকাল ১০টায় চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কুতুব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলাল উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রওশন আলী চৌধুরী, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুল করিম চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খুরশেদ আলম, মাদার্শা ইউনিয়ন পরিষদের সদস্য হারুন উর রশিদ, মোহাম্মদ হোসাইন,হোসনে আরা চৌধুরী, নুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এলাকার গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং পরীক্ষায় ও স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।