শীতের পিঠা বানাতে গিয়ে অগ্নিদগ্ধ

শীতের পিঠা তৈরির সময় ফিরোজা বেগম (৫০) নামে এক নারী অগ্নিদগ্ধ হয়েছেন। 
শুক্রবার  দিনগত রাতে রাঙ্গুনীয়া উপজেলার শীলক গ্রামের জহির আহমদ সওদাগর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ফিরোজা বেগম একই এলাকার প্রবাসী মফিজুল হকের স্ত্রী।
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার  জানান, মেয়ের শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রান্না ঘরে পিঠা বানাচ্ছিলেন ফিরোজা বেগম। এসময় ওই তাঁর গায়ে থাকা চাদরে আগুন লেগে যায়। পরে উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়।
 
শরীরের প্রায় ৬৫ ভাগ পুড়ে গেছে বলেও জানান তিনি।