শিক্ষক কন্যা পুতুল পটিয়ার গৌরব

সাতকানিয়া প্রতিনিধি:  পটিয়া সরকারি কলেজের স্নাতক ১ম বর্ষের ছাত্রী তাহমিনা সুলতানা পুতুল ‘স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধু’ নিয়ে রচনা লিখে গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার নিয়েছেন। তার মেধার মূল্যায়ণ করতে নতুন বছরের প্রথম দিন বই বিতরণ অনুষ্ঠানে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেয়া হবে পুতুলকে সংবর্ধনা। এরপর ৫ জানুয়ারি পটিয়া পৌরসভার দক্ষিণ ঘাটা এলাকার গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসায়ও তাকে সংবর্ধনা দেয়ার আয়োজন করা হয়েছে।
জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকীতে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় দেশের শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগ থেকে পটিয়ার পুতুল পুরস্কৃত হয়েছেন। পুতুল পটিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা পেয়ার মুহাম্মদ বাড়ির শিক্ষক জমির উদ্দিনের কন্যা। শিক্ষক জমির উদ্দিনের ৩ কন্যা ও ১ পুত্র সন্তান। তাদের মধ্যে তিন কন্যাই ছোটবেলা থেকে কবিতা, ছড়া, রচনা ও সঙ্গীতাঙ্গনে অবদান রেখে যাচ্ছেন। তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলা, জেলা ও বিভাগীয় পুরস্কারও নিয়েছেন। পটিয়া সরকারি কলেজের মেধাবী ছাত্রী তাহমিনা সুলতানা পুতুল জানান, শিক্ষাজীবনে এ পর্যন্ত অসংখ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলা ও বিভাগীয় পুরস্কার লাভ করেছেন। তার পিতার অনুপ্রেরণায় তারা তিন বোনই শিক্ষার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যাচ্ছে। পুতুলের পিতা শিক্ষক জমির উদ্দিন জানান, তার কন্যা তাহমিনা সুলতানা পুতুল বিভিন্ন সময় রচনা, ছড়া, কবিতা ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অসংখ্য পুরস্কার নিয়েছে। দ্বিতীয় কন্যা সাবরিনা সুলতানা আনিকা ও তৃতীয় কন্যা সাদিয়া সুলতানা রুহি সরকারিভাবেও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তিনি সকলের দোয়া কামনা করেন।

আলোকিত সাতকানিয়া/এইচএম