শাহীন গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবে গত শুক্রবার সকালে উদ্বোধন হলো ডক্টরস’ র্যাংকস এফসি গল্ফ টুর্নামেন্ট এর। ক্লাবের প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম বিমান বাহিনীর এয়ার অফিসার কমান্ডিং, এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মাফিদুর রহমান বেলুন উড়িয়ে টুর্নামেন্ট এর উদ্বোধন করেন। এসময় স্পনসর প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন র্যানকন রিয়েল এস্টেট ডিভিশনের পরিচালক মাশিদ রহমান, র্যাংকস এফসি’র সিইও তানভীর শাহরিয়ার রিমন, ডক্টরস গ্রুপের পক্ষে প্রফেসর ডা. ইমাম উদ্দীন, গল্ফ ক্যাপ্টেন ডা. মোবিনুল আলম সহ ক্লাবের কার্যনির্বাহী কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ। উল্লেখ্য এই টুর্নামেন্ট মোট ১৭৫ জন গল্ফার অংশগ্রহণ করছেন। গতকাল শনিবার সন্ধ্যায় ক্লাব হাউসে টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।-বিজ্ঞপ্তি