শাহজাহান চৌধুরী ও তাহের ভুঁইয়া ২ দিন রিমান্ডে

শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে উস্কানি ও নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সাংসদ জামায়াত নেতা শাহজাহান চৌধুরী ও নগর জামায়াতের রোকন আবু তাহের ভুঁইয়ার দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর ৬ জামায়াত কর্মীর ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। গতকাল সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সফিউদ্দিন এ রিমান্ড মঞ্জুর করেন।
এরা হলেন, আবুল বাশার (২৬), মিনহাজুল আরেফিন ওরফে মিনহাজ (২৮), মঞ্জুর আলম (৩৩), মো. সাইফুদ্দিন (৩৬), মো. রাসেল (১৯) ও মাহবুব আলম ওরফে মিঠুন।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী পূর্বকোণকে বলেন, তদন্তকারী কর্মকর্তা আসামিদের ৫ দিন করে রিমান্ডের আবেদন জানান। শুনানিশেষে আদালত দুইজনের ২ দিন করে ও অপর ৬ জনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
একাধিক মামলার পলাতক অভিযুক্ত শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে ১৯ টি মামলা রয়েছে। নিরাপদ সড়ক চাই আন্দোলনে ছাত্রদের উস্কানি ও নাশকতার পরিকল্পনার গোপন সংবাদ পেয়ে পুলিশ গত শুক্রবার নগরীর জাকির হোসেন রোডের মুরগীর ফার্ম এলাকার একটি বাসা থেকে শাহজাহান চৌধুরীসহ অভিযুক্তদের আটক করে। অভিযুক্তরা সেখানে গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার পরিকল্পনা ও ছাত্রদের উস্কানি দেয়াসহ হামলার পরিকল্পনা করছিল বলে পুলিশ জানায়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযুক্তদের প্রত্যেকের ৫ দিন করে রিমান্ডের আবেদন জানালে শুনানিশেষে আদালত উপরিউক্ত রিমান্ড মঞ্জুর করেন।