বণিকপাড়া বাঁশখালী-সাতকানিয়া পল্লী মঙ্গল সমিতির উপদেষ্টা সুলাল কান্তি ধরের সভাপতিত্বে দক্ষিণা কালী বাড়ী মায়ের মন্দির প্রাঙ্গণে আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে পুকুরিয়া-তুলাতলীতে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় শ্যামল চক্রবর্ত্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাস্টার নারায়ণ ধর, মাস্টার সুজন ধর, শম্ভুনাথ ধর, পলাশ ধর, রাজ নারায়ণ ধর সাজু, শেফাল ধর, অনয় ধর, অ্যাডভোকেট সুমন ধর, ঝুন্টু ধর, সুমন ধর, লিটন ধর, তুষার ধর, ধনঞ্জয় ধর, শিমুল ধর, অভিজিৎ ধর, তাপস ধর, মাস্টার জয়দেব চক্রবর্ত্তী, পঙ্কজ চক্রবর্ত্তী, পল্লী মঙ্গল সমিতির কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক তপন ধর, সভাপতি অজিত চৌধুরী, উপদেষ্টা প্রফেসর দুলাল ধর প্রমুখ।
সভার ২য় পর্বে সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট বিশ্বজিৎ ধরকে সভাপতি, পোপন ধরকে সাধারণ সম্পাদক ও তাপস ধরকে অর্থ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।