শঙ্খ ভাঙ্গন প্রতিরোধ কাজ পরিদর্শনে এমপি নজরুল

দোহাজারীতে শঙ্খ নদীর ভাঙ্গন প্রতিরোধে সম্প্রতি নদীটিতে পাথরের ব্লক বসানো হয়। এ উদ্যোগের ফলে স্বাধীনতার দীর্ঘ ৪৭ বছর পর এখন এ নদী সংলগ্ন কোনো স্থাপনা যেমন বাড়ি-ঘর, সরকারি-বেসরকারি অফিস, স্কুল-মাদ্রাসা, দোকানপাট, মসজিদ-মন্দির নদীতে ভেঙ্গে পড়েনি।

এতদিন অনেকেই শঙ্খ নদীর পাড়ে কোনোরকম স্থাপনা তৈরিতে এগিয়ে আসেনি নদীগর্ভে বিলীন হওয়ার আশংকায়। সাংসদ ও বৈলতলী সমিতি চট্টগ্রামের পৃষ্ঠপোষক মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর উদ্যোগে প্রায় ২৬ কিলোমিটার দীর্ঘ এ নদীতে প্রায় ২২০ কোটি টাকা ব্যয়ে নদীর ভাঙ্গন রোধে পাথরের ব্লক বসানো ও জিও ব্যাগ নদীতে ফেলা হলে স্থানীয় জনসাধারণ তাদের স্থাপনা তৈরিতে উদ্যোগী হয়।

এ উদ্যোগে সহযোগিতা করায় সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী ও স্থানীয় জনসাধারণ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।