শঙ্খ নদে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

সাতকানিয়ায় শঙ্খ নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাখাল দাশগুপ্তের (৬০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

রোববার বিকেল পাঁচটা ২০ মিনিটে মরদেহটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন  জানান, শনিবার (২১ এপ্রিল) সোয়া ১০টার দিকে শঙ্খে গোসল করতে নেমে নিখোঁজ হন রাখাল দাশগুপ্ত। অনেক খোঁজ করেও স্থানীয়ভাবে না পেয়ে অবশেষে ফায়ার সার্ভিসকে খবর দিলে নগরের আগ্রাবাদ স্টেশন থেকে ডুবুরি দল পাঠানো হয়।

ডুবুরি দলের লিডার সাইফুল ইসলাম জানান, নাজিম উদ্দিন, প্রদীপ বিশ্বাস, প্রণব বড়ুয়া ও আমি তল্লাশি চালাই। একপর্যায়ে শঙ্খের ৪০ ফুট গভীরে বৃদ্ধের মরদেহটি পাওয়া যায়।