চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার উপর দিয়ে প্রবাহিত খরস্রোতা শংখনদের ভয়াবহ ভাঙ্গন চলতিবছরে পুরোপুরি নিয়ন্ত্রনে আনার আশাবাদ ব্যক্ত করেছেন পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট প্রকৌশলীরা। এ ব্যাপারে আরো অতিরিক্ত অর্ধশত কোটি টাকার বরাদ্দ দিয়ে নতুনভাবে সৃষ্ঠ ভাঙ্গন কবলিত এলাকাগুলো রক্ষায় কাজ শুরু করা হয়েছে।
গত ২৬ জানুয়ারী শংখনদে সৃষ্ঠ ভাঙ্গন প্রতিরোধে তিনটি স্থানে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। শুক্রবার সকাল থেকে পর্যায়ক্রমে চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের কেশুয়া, ধর্মপুর ইউনিয়নের বিশ্বহাট এবং দোহাজারী পৌরসভার দিয়াকুল এলাকায় এসব প্রতিরক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন এলাকার সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
বক্তব্য প্রদানকালে সাংসদ নজরুল বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা বিশ্বব্যাপী রোলমডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। গত ৪ বছরে সারাদেশের ন্যায় চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক এলাকায় সড়ক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়াসহ অভূতপুর্ব উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের মহাসড়কে যখন দেশ এগিয়ে চলছে ঠিক তেমনি সময়ে শংখনদের ভাঙ্গন প্রতিরোধে প্রায় আড়াইশ কোটি টাকার বরাদ্দ একটি যুগান্তকারী পদক্ষেপ।
তিনি উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনার প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো ক্ষমতায় আনার জন্য জনগনের প্রতি আহবান জানান।
উল্লেখ্য গত ২০১৬/২০১৭ অর্থবছরে শংখনদের ভাঙ্গন প্রতিরোধে দেড় শতাধিক কোটি টাকায় প্রতিরক্ষা বাধঁ নির্মাণ সম্পন্ন করার পর গত বর্ষা মৌসুমে শংখ উপকুলবর্তী ২০টি গ্রামের একটি বাড়িও শংখের গর্ভে বিলীন হয়নি।
অনুষ্ঠান আরও বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, দক্ষিণ জেলা আ’লীগের সহসভাপতি হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা আবুল বশর ভুইয়া, মাষ্ঠার আহসান ফারশুক, গিয়াস উদ্দীন হিরু, মুক্তিযোদ্ধা মাহামুদুল হক প্রমুখ।