গত রবিবার লোহাগাড়া উপজেলায় আহবায়ক সুনিল সরকারের সভাপতিত্বে পূজা উদ্যাপন পরিষদ গঠনকল্পে আমিরাবাদ সদরের কাজী পুকুরপাড়স্থ পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে সুনিল সরকারকে সভাপতি, দেবাশীষ ধর টুলু, রনজিৎ দেবনাথকে সহ-সভাপতি, রাজু ধর (রাজ)’কে সাধারণ সম্পাদক, সাংবাদিক খোকন সুশীল, ডা. রতন দাশকে যুগ্ম সম্পাদক, স্বপন কর্মকারকে কোষাধ্যক্ষ, রণি দাশকে সহ-অর্থ সম্পাদক, ডা. উজ্জ্বল দাশগুপ্তকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট দুই বছরের জন্য লোহাগাড়া পূজা উদ্যাপন পরিষদ গঠন করা হয়। কমিটির অনুমোদন দেন দক্ষিণ জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জিতেন কান্তি গুহ ও সাধারণ সম্পাদক পরিমল দেব।